IQNA

ভিডিও | রাসুল (সা.) এর বৈশিষ্ট্য সম্পর্কে আলজেরিয়ার দৃষ্টি প্রতিবন্ধী ক্বারীর মনোমুগ্ধকর তিলাওয়াত

11:45 - October 28, 2021
সংবাদ: 3470887
তেহরান (ইকনা): ঐক্য সপ্তাহ উপলক্ষে কুরআন বিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা “ইকনা”র উদ্যোগে “বাদর আদ-দুজা” শিরোনামে কুরআন তিলাওয়াতের আলোকে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে।

এই ভিডিওতে আলজেরিয়ার দৃষ্টি প্রতিবন্ধী ক্বারী “জাকারিয়া আতিয়াহ” মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর মহান বৈশিষ্ট্য সম্পর্কে সূরা আল-আহজাবের ৩৯ থেকে ৪৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

 


الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا اللَّهَ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا ﴿۳۹﴾


সেই ব্যক্তিরা যারা আল্লাহর বার্তা প্রচার করত, অন্তরে তাঁর ভীতি পোষণ করত এবং তাঁকে ব্যতীত কাউকে ভয় করত না; এবং হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।


مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا ﴿۴۰)


মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়; বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ﴿۴۱﴾


হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহকে অত্যধিক স্মরণ কর,

وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ﴿۴۲﴾


এবং প্রভাতে ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।


هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا ﴿۴۳﴾

 

তিনিই তোমাদের ওপর অনুগ্রহ বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতাগণও, যাতে তিনি তোমাদের অন্ধকার হতে জ্যোতিতে আনয়ন করেন; এবং তিনি তো বিশ্বাসীদের প্রতি অনন্ত করুণাময়।


تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ وَأَعَدَّ لَهُمْ أَجْرًا كَرِيمًا ﴿۴۴﴾


যেদিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের (সম্ভাষণ হবে সালাম সহযোগে; এবং তাদের জন্য তিনি উৎকৃষ্ট প্রতিদান প্রস্তুত রেখেছেন।


يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ﴿۴۵﴾


হে নবী! নিশ্চয় আমরা তোমাকে সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি,


وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا ﴿۴۶﴾


এবং তোমাকে তাঁর অনুজ্ঞাক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপরূপে (প্রেরণ করেছি);

وَبَشِّرِ الْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُمْ مِنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا ﴿۴۷﴾


সুতরাং তুমি বিশ্বাসীদের এ সুসংবাদ দান কর, তাদের জন্য আল্লাহর পক্ষ হতে মহাঅনুগ্রহ রয়েছে।


وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا ﴿۴۸﴾


আর তুমি অবিশ্বাসী ও কপটাচারীদের অনুগত হয়ো না এবং তাদের নির্যাতন উপেক্ষা কর এবং আল্লাহর ওপর নির্ভর কর; এবং কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
iqna

captcha